Dr. Neem on Daraz
Victory Day

উন্নত সেবা নিশ্চিতকল্পে ই-ফাইলিং ও ডিজিটাল অফিস  ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন


আগামী নিউজ | বেতাগী (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৬:২৫ পিএম
উন্নত সেবা নিশ্চিতকল্পে ই-ফাইলিং ও ডিজিটাল অফিস  ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ জেলার বেতাগীতে উন্নত সেবা নিশ্চিতকল্পে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ওয়েব পোর্টাল, ই-ফাইলিং ও ডিজিটাল অফিস ব্যবস্থাপনা বিষয়ক আট দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। জাইকার অর্থায়নে  উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। 

সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এর উদ্বোধন করেন, প্রধান  অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু। 

তথ্য প্রযুক্তিতে দক্ষতার অর্জন করবে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে এ উদ্দ্যেশ্যকে সামনে রেখে কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবীন্দ্রনাথ সরকার, মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মাসুদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান রেজা বক্তব্য রাখেন। 

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ অপারেটরের বিকল্প নাই উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, প্রযুক্তি সম্পর্কে সকল প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষ হতে হবে। প্রযুক্তির যুগে নতুন নতুন আবিষ্কারের প্রতিযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি কর্মকতার কার্যালয়ের কম্পিউটার অপারেটরগণকে আরও বেশি প্রযুক্তি নির্ভর ও দক্ষ অপারেটর হওয়া জরুরি।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে